সদস্যপদঃ
সমিতিতে ৩ ধরণের সদস্যপদ থাকিবে। যথা-
ক. সাধারণ সদস্যপদ
খ. আজীবন সদস্যপদ
গ. অনারারি সদস্য
সমিতির সদস্য পদের যোগ্যতা ও শর্তঃ
-
(ক) জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক এবং ব্রাহ্মণপাড়া উপজেলাধীন বৃহত্তর চান্দলার স্থায়ী বাসিন্দা,
যিনি পরিষদের নীতিমালার সাথে একমত পোষন করেন তিনি নিম্নে বর্ণিত শর্তে এ সংস্থার সদস্য হতে পারবেন।
-
(খ) নূন্যতম ১৮ (আঠার) বছর বয়ষ্ক এবং প্রবাসি হতে হবে।
-
(গ) ভদ্র, রুচিশীল, উদ্যোমী, সদাচারী ও মননশীল হতে হবে।
-
(ঘ) যারা স্বেচ্ছাব্রতী মনোভাবাপন্ন এবং নিজেদের তথা দেশের ও
এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্যে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত কিংবা সম্পৃক্ত হতে
ইচ্ছুক এবং নৈতিকতা বিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত নয়।
-
(ঙ) উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে (আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত নহে)
-
(চ) সংস্থার আদর্শ ও উদ্দেশ্য এবং গঠনতন্ত্রের প্রতি অনুগত হতে হবে।
-
(ছ) অসহায় দুঃখী-দরিদ্র মানুষের সেবা করার মানসিকতা থাকতে হবে।
-
(জ) প্রত্যেক সদস্যকে ভর্তি ফি পরিশোধ এবং প্রতি মাসে সংগঠন কর্তৃক মাসিক ধার্যকৃত চাঁদা জমা দিতে হবে।
-
(ঝ) যারা নিজেদের মেধার সর্বোচ্চ বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি ক্ষুধামুক্ত ও আত্মনির্ভরশীল সমাজ ও
এলাকা গঠনে বিশেষ ভূমিকা রাখতে আগ্রহী।
-
(ঞ) সংস্থার অর্পিত দায়িত্ব সক্রিয় ভাবে পালন করতে হবে।
-
(ট) জাতীয় আইন বিরোধী, উক্ত দেশের রাষ্ট্রীয় আইন বিরুদ্ধি এবং ইসলাম সমর্থন করে না এমন কোনো কাজে লিপ্ত
থাকা যাবে না।
-
(ঠ) সমাজকল্যাণ ও মানব সেবায় নিবেদিত হতে হবে।
-
(ড) সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে (পাগল ও উম্মদ নহে)।
-
(ঢ) সততা ও কল্যাণের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং মঙ্গলকামী ব্যাক্তিদের একত্রিত করার লক্ষ্যে
কাজ করতে হবে।