+8801835102672
+966571804996
চান্দলা, ব্রাহ্মণ পাড়া, কুমিল্লা।
Logo
" তোমরা সবাই মিলে আল্লাহর রশি (কোরআন) -কে শক্ত করে আকড়েঁ ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হয়ো নাহ।"
- আল-কোরআন (০২ঃ১০৩)
  • প্রতিষ্ঠানের উদ্দেশ্যঃ সংগঠন একটি সামাজিক প্রক্রিয়া। যেখানে একদল মানুষ একটি সাংগাঠনিক কাঠামোর অন্তভুক্ত হয়ে নিদিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বদা নিরন্তর। বৃহত্তর চান্দলা প্রবাসী ইসলামি সমাজ কল্যাণ পরিষদ এর ব্যাতিক্রম নয়। এই পরিষদ একটি অরাজনৈতিক, অলাভজনক, মানবসেবা ও মানব উন্নয়ন মূলক সামাজিক সংগঠন । যেখানে সমাজের কল্যাণকামী ব্যক্তিগণ একত্রিত হয়েসমাজের অসহায়, গরিব-দুঃখি ও এতিমদের সাহায্য করা ,শিক্ষা সচেতনতা, শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সেতু স্থাপন তথা আদর্শ সমাজ জীবন গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে সামাজিক, উন্নয়নশীল ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এই পরিষদের আত্মপ্রকাশ, যা মানুষ ও মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ। আপনিও যদি হাতে হাত রেখে, কাধে কাধ মিলিয়ে মানবসেবা ও মানব উন্নয়নমূলক সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করেতে চান যোগ দিন আমাদের সাথে, যোগ দিন বৃহত্তর চান্দলা প্রবাসী ইসলামি সমাজ কল্যাণ পরিষদে।
  • প্রতিষ্ঠানের লক্ষ্যঃ বৃহত্তর চান্দলা প্রবাসী ইসলামি সমাজ কল্যাণ পরিষদের লক্ষ্য হচ্ছে অসহায় ও দরিদ্র মানুষের সেবার মাধ্যমে একটি সুন্দর ও সুখী সমাজ গড়ে তোলা। যে সমাজে থাকবে না অসহায় মানুষের আর্তনাদ, আর্থিক অভাবের কারনে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া এবং চিকিৎসার অভাবে অকাল মৃত্যু। অর্থাৎ, সমাজের অসহায় ও দরিদ্র মানুষেরদেরকে সার্বিক সহযোগিতা করা, কুরআন শিক্ষার বিস্তারের মাধ্যমে সমাজে কুরআনের আলো ছড়িয়ে দেয়া। এছাড়াও সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণের লক্ষ্যে বেকার যুবক ও বিধবা মহিলাদের কর্মসংস্থান গড়ে তোলা। সর্বোপরী, নিঃস্বার্থ মানব সেবার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূরীকরণ তথা সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করাই এই পরিষদের লক্ষ্য।
  • নোটিশ বোর্ড