+8801835102672
+966571804996
চান্দলা, ব্রাহ্মণ পাড়া, কুমিল্লা।
Logo
" তোমরা সবাই মিলে আল্লাহর রশি (কোরআন) -কে শক্ত করে আকড়েঁ ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হয়ো নাহ।"
- আল-কোরআন (০২ঃ১০৩)

কিভাবে বৃহত্তর চান্দলা প্রবাসী ইসলামি সমাজ কল্যাণ পরিষদ এর সদস্য হবেনঃ

  • ১. অনলাইনে সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে www.bcpiskp.org সদস্য ফরম পূরণ করে অথবা সংস্থার ওয়েবসাইট থেকে সদস্য ফরম সংগ্রহ করে তা যথাযথ ভাবে পূরণ করে আবেদন করতে হবে।
  • ২. সংস্থা কর্তৃক নির্ধারিত মেসেঞ্জার গ্রুপে কোন একজন বর্তমান সদস্যদের মাধ্যমে আবেদন করতে হবে।
  • ৩. কার্য্নির্বাহী পরিষদ সভায় গৃহিত প্রস্তাব অনুযায়ী সদস্য পদের আবেদন পত্র মঞ্জুর/ খারিজ হবে।
  • ৪. কার্যনির্বাহী পরিষদের সভায় সদস্য পদের জন্য আবেদনকারী ব্যাক্তির নাম সংস্থার সদস্য হিসেবে গন্য করা হলে ৩ (তিন) দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিষয়টি অবহিত করতে হবে।
  • ৫. আবেদনপত্র গৃটাকা পরিশোধ করে সংস্থার সদস্যভুক্ত হতে হবে।
নোটিশ বোর্ড