কিভাবে বৃহত্তর চান্দলা প্রবাসী ইসলামি সমাজ কল্যাণ পরিষদ এর সদস্য হবেনঃ
১. অনলাইনে সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে www.bcpiskp.org সদস্য ফরম পূরণ করে অথবা সংস্থার ওয়েবসাইট থেকে
সদস্য ফরম সংগ্রহ করে তা যথাযথ ভাবে পূরণ করে আবেদন করতে হবে।
২. সংস্থা কর্তৃক নির্ধারিত মেসেঞ্জার গ্রুপে কোন একজন বর্তমান সদস্যদের মাধ্যমে আবেদন করতে হবে।
৩. কার্য্নির্বাহী পরিষদ সভায় গৃহিত প্রস্তাব অনুযায়ী সদস্য পদের আবেদন পত্র মঞ্জুর/ খারিজ হবে।
৪. কার্যনির্বাহী পরিষদের সভায় সদস্য পদের জন্য আবেদনকারী ব্যাক্তির নাম সংস্থার সদস্য হিসেবে গন্য করা
হলে ৩ (তিন) দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিষয়টি অবহিত করতে হবে।
৫. আবেদনপত্র গৃটাকা পরিশোধ করে সংস্থার সদস্যভুক্ত হতে হবে।